বেআইনি পোস্ত চাষ রুখতে সচেতনতা প্রচার

author-image
Harmeet
New Update
বেআইনি পোস্ত চাষ রুখতে সচেতনতা প্রচার

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : বেআইনি পোস্ত চাষের প্রবণতা রুখতে সচেতনতা প্রচার চালানো হল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে । এই কর্মসূচি হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর ও গৌরবাজার এলাকায় । প্রচার অভিযানে উপস্থিত ছিলেন লাউদোহার ফরিদপুর থানার আধিকারিক পলাশ মন্ডল ও এসিপি অন্ডাল তাহিদ আনোয়ার সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
উল্লেখ্য, দুর্গাপুর ফরিদপুর ব্লকের অজয় নদী সংলগ্ন বিভিন্ন চর, মানা এলাকায় পোস্ত চাষের প্রবণতা দেখা যায় প্রতিবছর। বেআইনি পোস্ত চাষের খবর পেলে অভিযান চালানোও হয় প্রশাসনের পক্ষ থেকে। নষ্ট করা হয় পোস্ত গাছ । প্রশাসনের কড়া নজরদারি ও সচেতনতার ফলে এইসব এলাকাগুলিতে পোস্ত চাষের প্রবণতা কমেছে বলে দাবি স্থানীয়দের । শীতের মরসুমে পোস্ত চাষ শুরু হয় । তাই এবার আগেভাগেই সচেতনতা প্রচারে নেমেছে প্রশাসন । পোস্ত চাষ বেআইনি, দন্ডনীয় অপরাধ এই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এদিনের অভিযান বলে পুলিশ সূত্রের খবর ।