নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় রেলওয়ে রেলযাত্রীদের বেশি সুরক্ষা আর আরামদায়ক সফর দিতে যতবেশি সম্ভব ট্রেনে আইসিএফ রেক পরিবর্তন করে এলএইচবি রেক তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। প্রসঙ্গত, ট্রেনে এলএইচবি কোচ দিয়ে সজ্জিত হওয়ার ফলে ট্রেন দুর্ঘটনার সম্ভবনা অনেক হয়। সূত্রের খবর, আলাদা আলাদা রেলওয়ে জোনের অধীনে চলা ট্রেনগুলিকে সারিবদ্ধভাবে এলএইচবি কোচ দিয়ে সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। উত্তর পশ্চিম রেলওয়ের তরফে এখন গুজরাট, উত্তরাখণ্ড, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ রুটের ট্রেনগুলি এবার থেকে এলএইচবি কোচ নিয়ে চলবে।