পুরো নম্বর পাবে পরীক্ষার্থীরা, বিতর্কিত প্রশ্নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত বোর্ডের

author-image
Harmeet
New Update
পুরো নম্বর পাবে পরীক্ষার্থীরা, বিতর্কিত প্রশ্নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত বোর্ডের

নিজস্ব সংবাদদাতা : বিতর্কের চাপে শেষ পর্যন্ত সিবিএসই দশমের ইংরেজি প্রশ্নপত্র প্রত্যাহার করে নেওয়া হল। বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রশ্ন বোর্ডের গাইডলাইন মেনে হয়নি। পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হবে। বিবৃতি দিয়ে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন আরও জানিয়েছে, স্টেকহোল্ডারদের থেকে পাওয়া প্রতিক্রিয়া এবং বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে ওই প্রশ্ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশপাশি পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



উল্লেখ্য, সোমবার সংসদে বিতর্কিত প্রশ্নপত্র নিয়ে সরব হন সোনিয়া গান্ধী। নারীবিদ্বেষী প্রশ্নপত্র প্রত্যাহারের দাবি করেন। ট্যুইটারে এ নিয়ে গর্জে ওঠেন সোনিয়া পুত্র রাহুলও।