নিজস্ব সংবাদদাতা : ওড়িশার বালাসোর উপকূলে দীর্ঘ পরিসীমার সুপারসনিক মিসাইল অ্যাসিসটেড টর্পেডো (স্মার্ট)-এর সফল ব্যবহার করল ভারত। ডিআরডিওর তরফে জানানো হয়েছে, টর্পেডোর প্রচলিত সীমার বাইরেও সাব মেরিন ওয়ারফেয়ার ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিজাইন করা হয়েছে এটি।