কেরলে পৌঁছল ওমিক্রন

author-image
Harmeet
New Update
কেরলে পৌঁছল ওমিক্রন


নিজস্ব সংবাদদাতাঃ দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন-র থাবা। রবিবারই চণ্ডীগঢ় ও অন্ধ্র প্রদেশে দুই আক্রান্তের খোঁজ মিলেছিল। দুই রাজ্যে এটিই প্রথম ওমিক্রন সংক্রমণ। এর পরই সেই তালিকায় নাম লেখাল কেরল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, বিদেশ ফেরত এক ব্যক্তির দেহে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি মিলেছে। কেবল কেরলই নয়, মহারাষ্ট্র ও কর্নাটকেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।