ঝিল নয়, চাষের জমি চাই, দাবি কৃষকদের

author-image
Harmeet
New Update
ঝিল নয়, চাষের জমি চাই, দাবি কৃষকদের





দিগ্বিজয় মাহালী, সবং : চাষের জমিতে জোর পূর্বক ঝিল করার সময় বাঁধা দেওয়ায় বোমাবাজির অভিযোগ সবংয়ে। আতঙ্কিত চাষীরা দ্বারস্থ হয়েছে আদালতের। ঘটনার সূত্রপাত ২০১৯ সাল থেকে। সবং ব্লকের ১২ নং বুড়াল অঞ্চলের রামভদ্রপুর এলাকা। বেশ কিছু চাষীদেরকে জমি লিজে দেওয়ার হুমকি দিচ্ছে এলাকার বেশ কয়েকজন ঝিল চাষী। এমনকি কিছু সমাজবিরোধী ব্যাক্তিদের কাজে লাগিয়ে বোমাবাজি ও হুমকিও দিচ্ছে বলে অভিযোগ। প্রশাসন,পঞ্চায়েত,প্রধানকে জানিয়েও লাভ হয়নি। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন চাষী। তাদের অভিযোগ, "এলাকার বেশ কিছু কতিপয় ব্যাক্তি আমাদেরকে হুমকি দেয় যে জমি আমাদেরকে লিজে দিতে হবে ঝিল তৈরির জন্য। কিন্তু আমরা তাতে রাজি না হওয়ায় আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। রাতে মদ খেয়ে বোমাবাজিও করে। আমরা স্থানীয় প্রশাসন,পঞ্চায়েত,থানায় জানিয়েছি। লাভ হয়নি। তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। তা সত্ত্বেও ওরা জোর পূর্বক জেসিবি মেসিন নামিয়ে ঝিল তৈরির কাজ শুরু করে দেয়। বাঁধা দিতে গেলেই হুমকি দেয়। তবে বর্তমানে পুলিশের নির্দেশে ওরা কাজ বন্ধ করেছে। আমরা চাষী লোক। বছরে দুই বার ধান চাষ করি। আর এক বার রবি শষ্য চাষ করি। কিন্তু এবারের বন্যাতে তাও পারিনি। তাই আমরা চাই আমরা আমাদের জমিতে নিশ্চিন্তে চাষ করব। কিন্তু এদের হুমকিতে তা পারছি না।" অপরদিকে এই ঝিলগুলিকেই বন্যার জন্য দায়ী করছেন সবংয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এমনকি ঝিল মালিকদের হুঁশিয়ারিও দিয়েছেন মানস রঞ্জন ভুইয়া। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। যদিও এই ঘটনায় ক্যামেরার সামনে সরাসরি কেউ মুখ খুলতে নারাজ। ঝিল নয় চাষ জমি চাই। এই নিয়ে জমি রক্ষা কমিটিও গড়ে তুলেছে এলাকার চাষীরা। তবে কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার চাষীরা? তা নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন তারা।