নিজস্ব সংবাদদাতাঃ ভুয়ো ভ্যাকসিনের আতঙ্কের মধ্যেই এবার উঠে এল আধার কার্ড জালের ঘটনা। একজনের আধার কার্ড দেখিয়ে ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন অন্যজন। তাছাড়া বেসরকারি হাসপাতালগুলি থেকে দেওয়া হচ্ছে ভুয়ো শংসাপত্রও। অভিযোগ উঠেছে যে, নিজের আধার কার্ড দিয়ে কোউইন অ্যাপে রেজিসট্রেশন করতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে আগে থেকেই ওই নম্বরে কেউ একজন ভ্যাকসিন নিয়েছেন। আবার শংসাপত্রে বদলে যাচ্ছে আধার নম্বর।