সিবিআই তদন্তে আপত্তি দেশের ৮ রাজ্যের

author-image
Harmeet
New Update
সিবিআই তদন্তে আপত্তি দেশের ৮ রাজ্যের

নিজস্ব সংবাদদাতাঃ সিবিআইকে দিয়ে তদন্ত করানোর সাধারণ সম্মতি না দেওয়া নিয়ে ৮টি রাজ্যকে ফের ভেবে দেখার পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। রবিবার দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এই সমস্ত রাজ্য সরকারের সাফ জানানো উচিত তাঁরা সিবিআইয়ে বিশ্বাস করে নাকি করে না। অথবা কিছু কিছু ক্ষেত্রে তাঁরা সিবিআইকে পছন্দ করে। কারণ কিছু কিছু ক্ষেত্রে তাঁরা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর অনুমতি দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে রাজি হচ্ছে না। এই আটটি রাজ্য হল, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মিজোরাম। মূলত এই রাজ্যগুলিই অধিকাংশ ক্ষেত্রে সিবিআইকে দিয়ে তদন্ত করানোর ক্ষেত্রে সম্মতি দিতে চাইছে না। এনিয়ে ফের ভাবনাচিন্তা করার জন্য রাজ্য সরকারগুলির কাছে আবেদন রাখেন কেন্দ্রীয় মন্ত্রী।