নিজস্ব সংবাদদাতাঃ গোয়ার একমাত্র এনসিপি বিধায়ক চার্চিল অ্যালিমাও সোমবারই তৃণমূলে যোগ দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের গোয়া সফরের মধ্যে তিনি যোগ দিতে পারেন তৃণমূলে। এদিকে দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিবিদ তিনি। ১৯৯০ সালে ১৮ দিনের জন্য তিনি গোয়ার মুখ্যমন্ত্রীও ছিলেন। চার্চিল ব্রাদার্স ফুটবল ক্লাবের মালিক তিনি। একসময়ে ইউনাইটেড গোয়া ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এদিকে তৃণমূলের সঙ্গে অবশ্য তাঁর বহুদিনের যোগাযোগ। এর আগে তিনি কলকাতায় এসে নেত্রীর সঙ্গে দেখা করে যান। সেই সময় তিনি জানিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন। তাঁর পাশে তিনি আছেন। দু সপ্তাহের মধ্যে তিনি সব কিছু জানাবেন বলেছিলেন। এবার সেই সময়কাল শেষ হতে যাচ্ছে। মমতার গোয়া সফরের মধ্যেই তিনি হাতে তুলে নেবেন ঘাসফুল আঁকা পতাকা। এদিকে সোমবার গোয়াতে একাধিক মিটিং করবেন মমতা।