নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল একটি নোটিশ। সেখানে উল্লেখ করা হয়েছিল ইউজিসির পরীক্ষা হবে অফলাইনে। এদিকে এই নোটিশকে ঘিরে নানা মহলে শোরগোল পড়ে যায়। তবে PIB factcheck এ এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে নোটিশটা পুরো ভুয়ো। কে বা কারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল এই নোটিশ। নোটিশ খতিয়ে দেখে পিআইবি জানিয়েছে, ইউনির্ভাসিটি গ্রান্ট কমিশন এই ধরনের কোনও নোটিশ ইস্যু করেনি। পুরোটাই ফেক। এদিকে ইউজিসি সূত্রে খবর, পরীক্ষা ব্যবস্থায় কোথাও কোনও পরিবর্তন হলে তা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হয়। সেক্ষেত্রে কোথাও কোনও নির্দেশ আসছে কি না তা ছাত্রছাত্রীরা ইউজিসির ওয়েবসাইটেই দেখতে পাবেন। এই ধরণের ফেক পাবলিক নোটিশের উপর ভরসা করা কখনই ঠিক হবে না।