BREAKING : আগুন নেভানোর কোনও ব্যবস্থাই ছিল না ! বড়বাজারের বিধ্বংসী অভিজ্ঞতার কথা শোনালেন প্রত্যক্ষদর্শী
BREAKING : জাতিভিত্তিক জনগণনার বিরুদ্ধে ছিল কংগ্রেস ! এবার কংগ্রেসকে দুষলেন সুকান্ত মজুমদার
BREAKING : দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ ! বিজেপির লজ্জা বললেন সৌমিত্র খাঁ
BREAKING : প্রধানমন্ত্রী জনগণের ইচ্ছাকে সম্মান দিয়েছেন, তেজস্বী ক্রেডিট নিচ্ছে ! ফের তেজস্বী যাদবকে দুষলেন চিরাগ পাসওয়ান
BREAKING : জাতিভিত্তিক জনগণনার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
BREAKING : জাতীয় জনগণনায় জাতিভিত্তিক গণনার সিদ্ধান্ত ‘ঐতিহাসিক’ ! বড় মন্তব্য করলেন চিরাগ পাসওয়ান
BREAKING : জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ! জগন্নাথের কৃপা বললেন ইসকন কলকাতার সহ-সভাপতি
"ওবিসি এবং অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষিত আসন", জাতিশুমারি অন্তর্ভুক্ত হতেই নতুন দাবি!
BREAKING : লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন ! পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারত

আম্বেদকরের মূর্তি ভাঙার অভিযোগ

author-image
Harmeet
New Update
আম্বেদকরের মূর্তি ভাঙার অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর সালেম। সেখানে বেশ বড় মাপের বি আর আম্বেদকরের মূর্তি। ররিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন সেই মূর্তির ডানদিকের হাতটি ভাঙা অবস্থায় রয়েছে। মূর্তির কব্জির কাছ থেকে হাতের বাকি অংশটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ। এদিকে এই অভিযোগের জেরে ক্রমে উত্তেজনা ছড়াতে থাকে এলাকায়। এভাবে আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনা মানতে পারছেন না অনেকেই। সালেম- বেঙ্গালুরু হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। দফায় দফায় অবরোধ চলতে থাকে। প্রায় আধ ঘণ্টা এই অবরোধ চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ দুষ্কৃতীরা এই মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব বিক্ষোভকারীরা। তবে পুলিশ অবরোধকারীদের নানাভাবে আশ্বাস দিয়ে সরিয়ে দেয়। এদিকে গোটা ঘটনায় ওমালুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। স্থানীয় এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করছে। সেই ফুটেজ দেখেই দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।