শীতের আমেজ সপ্তাহের শেষে, আরও কয়েক ডিগ্রি নিম্নমুখী পারদ

author-image
Harmeet
New Update
শীতের আমেজ সপ্তাহের শেষে, আরও কয়েক ডিগ্রি নিম্নমুখী পারদ

নিজস্ব সংবাদদাতাঃ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীত আসবে এমন কথা আগেই বলেছিলেন আবহবিদরা। এ বার, আগামী ৪৮ ঘণ্টায় আবারও পারাপতন হবে বলে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে পরিষ্কার হবে আকাশ। শীতের আমেজ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। পূবালি হাওয়ার প্রভাব কমবে, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। এতদিন শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা। যার কারণে উত্তরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছিল। এবার সেই বাধা কাটিয়ে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। দিনে মেঘলা আকাশ থাকবে সঙ্গে কুয়াশা। উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে।