নিজস্ব সংবাদদাতাঃ চারদিকে যখন মূল্যবৃদ্ধির ঠ্যালায় হাঁসফাঁস করা অবস্থা তখনই এই সুখবর দেশ জুড়ে। কিছুটা হলেও কমতে পারে ভোজ্য তেলের দাম। আর এর জেরে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষরা সামান্য হলেও স্বস্তি পাবেন। বিশেষজ্ঞদের দাবি, আমদানি শুল্ক আগের তুলনায় কিছুটা কমেছে। পাশাপাশি তৈলবীজের ফলনও এবার বেশ ভালো হয়েছে। এর জেরে আন্তর্জাতিক বাজারেও ভোজ্য় তেলের দাম কিছু কমছে। তারই সুবিধা ভোগ করতে পারেন দেশবাসীও। সূত্রের খবর গত এক মাসে ভোজ্য তেলের দাম সারা দেশে প্রায় ৮-১০ টাকা করে কমেছে। এবার সেই দাম কেজিতে প্রায় ৩-৪টাকা করে কমতে পারে। এতে আশার আলো দেখছেন অনেকেই।