নিজস্ব সংবাদদাতাঃ সদ্য অধিনায়কত্ব হারা হয়েছেন বিরাট কোহলি। এই নিয়ে চারিদিকে জল্পনার শেষ নেই। এবারে বিসিসিআই প্রেসিডেন্টকে নিয়ে কোহলির কোচ বলেন, "আমি এখনও কোহলির সঙ্গে এই নিয়ে কথা বলতে পারিনি। কোনও কারণে ওর ফোন হয়তো সুইচড অফ আছে। যতদূর আমি জানি যে কোহলি টি-২০ অধিনায়কত্ব থেকে সরে দাড়িয়েছিল। নির্বাচকরা কোহলিকে সরাসরি সাদা বলের ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে বলেছিল না আদৌ কিছু বলেনি। আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য পড়েছি। যে কোহলিকে নাকি বিশ্বকাপের আগে টি-২০ অধিনায়কত্ব ছাড়তে বারণ করেছিলেন। আমার এরকম কিছুই মনে পড়ছে না। এই বক্তব্যে আমি চমকেছি। বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ছে চারদিকে। নির্বাচক কমিটি কোহলিকে সরানোর জন্য কোনও বিবৃতিও দেয়নি। আমি জানি না ম্যানেজমেন্ট বা বিসিসিআই কিংবা নির্বাচকরা কী চায়। এই নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কোনও স্বচ্ছতা নেই। যা হলো, তা দুঃখজনক।"