নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক বিপিন রাওয়াতের সঙ্গে প্রাণ হারিয়েছেন ১৩ সেনা আধিকারীক। এদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং। রবিবার দিল্লিতে ব্রার স্কয়ারে তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। উপস্থিত ছিলেন তাঁর মেয়ে ও স্ত্রী।