নিজস্ব সংবাদদাতাঃ দেশের যে সমস্ত রাজ্যগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাদের বিশেষভাবে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণ নিয়ে দেশের সমস্ত রাজ্যগুলিকে সর্তক থাকার জন্য শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ চিঠি লিখেছেন। তার মধ্যে বেশ কয়েকটি রাজ্যের ২৭টি জেলাকে আলাদাভাবে সতর্ক করেছেন তিনি। এই তালিকায় রাজ্যের কলকাতারও নাম রয়েছে। মিজোরাম, কেরল এবং সিকিম এই তিন রাজ্যের আটটি জেলার দিকে সব থেকে বেশি নজর রয়েছে কেন্দ্রের। এই তিন রাজ্যের আট জেলার করোনা পজিটিভিটি রেট ১০ শতাংশের উপরে। সেখানে নাইট কারফিউ চালু করা, বিবাহ- শ্রাদ্ধ বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠানে যাতে ভিড় না হয় সেদিকে নজর রাখা-সহ একাধিক নির্দেশ দিয়েছে কেন্দ্র। বাকি সাতটি রাজ্যের ১৯ টি জেলা, যাদের পজিটিভিটি রেট ৫থেকে ১০ শতাংশের মধ্যে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এই তালিকায় থাকা রাজ্যের একমাত্র জেলা কলকাতার পজিটিভিটি রেট ৫ দশমিক ৩৮ শতাংশ বলেই উল্লেখ করা হয়েছে।