স্বাস্থ্য কেন্দ্রের নামে জমি দখলের চেষ্টা!

author-image
Harmeet
New Update
স্বাস্থ্য কেন্দ্রের নামে জমি দখলের চেষ্টা!

রাহুল পাসওয়ান, দুর্গাপুর : দুর্গাপুর নগর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের অধীন ধান্ডাবাগ এলাকা। এই এলাকার মধ্যে রয়েছে বাদ্যকর পাড়া।প্রায় ৮ কাঠার মতো সরকারি খাস জমি রয়েছে এই ধান্দাবাগ এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, ২০১৭সালে এই খাস জমি স্থানীয় তৃণমূল কাউন্সিলার সুশীল চ্যাটার্জি ও তার দলবল বিক্রি করে দেয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। এরপর স্থানীয়রা ফের ওই সরকারি খাস জমি রক্ষা করে। এই জমিতে এলাকার শিশুরা খেলাধূলা করে, সাথে এলাকার যেকোনো অনুষ্ঠানে ব্যবহার হয় এই ফাঁকা জমি। এরই মধ্যে স্থানীয় কাউন্সিলার সুশীল চ্যাটার্জি ওই জমিতে স্বাস্থ্য কেন্দ্র তৈরী করার জন্য প্রশাসনিক স্তরে আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে শুক্রবার দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়ার ও খোদ কাউন্সিলার সুশীল চ্যাটার্জি জমি মাপ জোকের জন্য সরকারি ওই খাস জমিতে যান।
এরপর বিগড়ে যায় পরিস্থিতি। স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে পড়ে স্থানীয় কাউন্সিলার ও দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়ার পিছু হঠতে বাধ্য হয়।
আজ শনিবার সকাল থেকে ওই সরকারি খাস জমিতে ফের তুমুল বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয়রা। দাবি, স্বাস্থ্য কেন্দ্রের তাদের কোনো প্রয়োজন নেই। সামনেই মহকুমা হাসপাতাল। স্বাস্থ্যকেন্দ্র করে ফের জমি দখল নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই অন্যায় কাজ তারা করতে দেবেন না বলে হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার সুশীল চ্যাটার্জী। উল্টে স্থানীয়রা তার প্রতি মারমুখী হয় বলে অভিযোগ। এই চক্রান্তের পেছনে বিজেপি রয়েছে বলেও অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। গোটা ঘটনায় শনিবার সাতসকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, দুর্গাপুরের ধান্দাবাগ এলাকায়।