মহকুমা প্রশাসনের বিশেষ উদ্যোগ দুয়ারে ড্রাইভিং লাইসেন্স

author-image
Harmeet
New Update
মহকুমা প্রশাসনের বিশেষ উদ্যোগ দুয়ারে ড্রাইভিং লাইসেন্স

দিগবিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা প্রশাসনের বিশেষ উদ্যোগ। পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে রাজ্যজুড়ে সাথে গাড়ির চালকদের সচেতন করতে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। পুলিশি অভিযানে উঠে আসছে অনেক গাড়ির চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। যার ফলে ঘটছে দুর্ঘটনা দাবি মহকুমা প্রশাসনের। ঘাটাল মহকুমা প্রশাসন উদ্যোগ নিয়ে এলাকায় এলাকায় গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়ার কর্মসূচি নিয়েছেন। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানান, মহকুমা প্রশাসনের উদ্যোগে এলাকার মানুষের হাতে সাথে সাথে ড্রাইভিং লাইসেন্সের লার্নার সার্টিফিকেট তুলে দেওয়ার একটি কর্মসূচী নেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আগে প্রশাসনিক দপ্তরে গিয়ে আবেদন করার পরও বেশ কিছুদিন সময় লেগে যেত। আজ তা সহজভাবে সঙ্গে সঙ্গে আবেদনের সাথে সাথে ড্রাইভিং লাইসেন্সের লার্নার সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। মহকুমা শাসকের উদ্যোগে, দাসপুর ১ ও ২ ব্লক, চন্দ্রকোনা ১ ও ২ ব্লকে এই বিশেষ শিবির শুরু হয়েছে। ঘাটাল মোটরভিকেলস অফিসের স্টাফেদের নিয়ে ব্লকে ব্লকে ক্যাম্প চলছে ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়ার জন্য। ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় নথি যাচাই করে হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে লার্নার সার্টিফিকেট। এক মাস পরে ট্রায়াল দিয়ে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন এইভাবে মহকুমা জুড়ে এলাকায় এলাকায় আরও ড্রাইভিং লাইসেন্স প্রদান কর্মসূচী চালানো হবে। কারণ প্রত্যন্ত এলাকা থেকে দুই দুই বার ঘাটাল মহকুমা অফিসে আসতে হয় লাইসেন্সের জন্য। এতে মহিলা পুরুষ সকলেরই অনেকটাই অসুবিধা হয়। তাই ব্লকে ব্লকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিজের ব্লকে বাড়ির কাছে হাতে হাতে ড্রাইভিং লাইসেন্সের লার্নার সার্টিফিকেট পেয়ে খুশি সাধারণ মানুষ।