তৃণমূলের নেতা ও কর্মীদের চিহ্নিত করন শুরু

author-image
Harmeet
New Update
তৃণমূলের নেতা ও কর্মীদের চিহ্নিত করন শুরু

দিগবিজয় মাহালি,পূর্ব মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভার অন্তর্গত পিংলার মালিগ্রাম এলাকার নয়াতে একটি কর্মসুচীতে যোগ দেওয়ার পর তিনি বেশ কয়েকজন দলীয় কর্মীদের বাড়ীর সামনে পতাকা এবং পোস্টার লাগালেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। তিনি বলেন তৃণমূলের নেতা ও কর্মীদের চিহ্নিত করন শুরু হল পিংলা থেকে। রাজ্যে কোথাও বা জেলাতে কথাও এই কর্মসুচী শুরু হয়নি। তাই আমি পিংলার শুরু করলাম। দলীয় কর্মী ও নেতাদের বাড়ির সামনে একটি করে তৃণমূল কংগ্রেসের পতাকা ও বাড়ির দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো স্টিকার লাগান। এর কারন তিনি বলেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক,আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই কর্মসূচি প্রথম পিংলা থেকে শুরু হয়েছে। পরর্বতীতে সবং, ডেবরা,কেশপুর, এই সমস্ত ব্লকে শুরু হবে। এই ভাবে পশ্চিম মেদিনীপুর জেলার ২১ টি ব্লকে এই কর্মসূচি সম্পন্ন হবে বলেন জানান রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তর ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুইয়া।