নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের বলরামপুরে সরযু নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের জন্য খরচ হয়েছে ৯ হাজার ৮০০ কোটিরও বেশি অর্থ। জল সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ঘাঘরা, সর্যু, রাপ্তি, বানগঙ্গা এবং রোহিণী নদীর আন্তঃসংযোগই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে, প্রকল্পটি ১৪ লাখ হেক্টর জমিতে সেচের জন্য নিশ্চিতভাবে জল সরবরাহ করবে এবং ৬ হাজার ২০০-র বেশি গ্রামের প্রায় ২৯ লাখ কৃষক উপকৃত হবেন। এই প্রকল্পে উপকৃত হবে পূর্ব উত্তর প্রদেশের নয়টি জেলা।