ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবী নিয়ে মিছিল তৃণমূল ছাত্র পরিষদের

author-image
Harmeet
New Update
ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবী নিয়ে মিছিল তৃণমূল ছাত্র পরিষদের

দিগবিজয় মাহালী,পিংলাঃ দীর্ঘ প্রায় দুই বছর পরে কলেজের নবাগত ২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সহ এবং দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আজকে পিংলা থানা মহাবিদ্যালয়ে , ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সান্তনু মন্ডল এর নির্দেশে , কলেজ ক্যাম্পাস এর মধ্যে প্রায় ২৫০ জন ছাত্র ছাত্রীকে নিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবিদাওয়া গুলি তুলে ধরা হয়।ছাত্রছাত্রীদের ভর্তির ফি বৃদ্ধি কমানো, লাইব্রেরী তে অতিরিক্ত বই বাড়ানো, কলেজ ক্যাম্পাস পরিষ্কার রাখা, প্রতিনিয়ত দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের ক্লাস চালু রাখা, আইডেন্টিটি কার্ড এর দ্রুত ব্যবস্থা, পানীয় জলের সমস্যার সমাধান দ্রুত করার এবং সংগঠন কে আরো বেশি শক্তিশালী করতে এই মিছিল এর ব্যবস্থা করা হয়েছিল। মিছিল শেষে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতির নেতৃত্বে স্টুডেন্টস ইউনিয়ন এর মধ্যে একটি মিটিং এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মির্জা সাইয়াদুর রহমান - (সাধারণ সম্পাদক, পশ্চিম মেদিনীপুর জেলা তৃনমূল ছাত্র পরিষদ), সান্তনু মন্ডল (সভাপতি - পিংলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ),সেক মাসুদ (সহ সভাপতি, পিংলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ),ঋত্বিক প্রামাণিক - (আহ্বায়ক - তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট),সুমন জন (ছাত্র নেতা - পিংলা কলেজ তৃনমূল ছাত্র পরিষদ)এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা।