খোলা আকাশের নিচে নমাজ পড়া বরদাস্ত নয়;মনোহরলাল খাট্টা

author-image
Harmeet
New Update
খোলা আকাশের নিচে নমাজ পড়া বরদাস্ত নয়;মনোহরলাল খাট্টা

নিজস্ব সংবাদদাতাঃ 'প্রকাশ্যে নমাজ পড়া বরদাস্ত করা হবে না'-এমনই নির্দেশ দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার (Manohar Lal Khattar)। তিনি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজ্য পুলিসকে নির্দেশও দিয়েছেন। হরিয়ানার গুরুগ্রামে উন্মুক্ত স্থানে নমাজ পড়া নিয়ে কয়েক মাস ধরেই বিতর্ক, বাগবিতন্ডা চলছে। এর আগে বেশ কয়েকটি জায়গায় নমাজ বাতিলও করেছিল গুরুগ্রাম প্রশাসন। যদিও সরকারিভাবে কিছু জানান হয়নি। তবে শুক্রবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সাফ জানিয়ে দেন যে, খোলা জায়গায় নমাজ পড়লে তা বরদাস্ত করা হবে না। গুরুগ্রামের সেক্টর ৩৭-এ খোলা জায়গায় নমাজ পড়া নিয়ে বেশ কয়েকটি হিন্দু সংগঠন আপত্তি করার পরে এই মন্তব্য করেন খাট্টর।