নিজস্ব সংবাদদাতাঃ ৩১ ডিসেম্বর ২০২১ থেকে ২ জানুয়ারি ২০২২ এই তিনদিনের জন্য বন্ধ থাকবে জগন্নাথ মন্দিরের দরজা।বছর অন্ত ও নতুন বছরের শুরুতে বন্ধ থাকবে পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা। শুক্রবারই এ কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মূলত করোনাকালে বিপুল ভক্ত সমাগম আটকাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ । অগস্টেই ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল। কিছুদিন আগে সপ্তাহান্তের লকডাউন উঠে যাওয়ায় শনিবারও জগন্নাথ মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, দর্শনের সময়সীমাও আগের থেকে ২ ঘণ্টা বাড়ানো হয়। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেব-দর্শন করার অনুমতি দেওয়া হয়। মন্দিরের ট্রাস্ট থেকে বলা হয়, যে কোনও উত্সব চলাকালীন বিশাল জনসমাগম এড়াতে করোনাভাইরাস সংক্রমণ যাতে বৃদ্ধি না পায়, সে দিকটা সবসময় নজরে রাখবে মন্দির কমিটি।