নিজস্ব সংবাদদাতা : ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ। তাই ওমিক্রন প্রতিরোধে এবার ১৪৪ ধারা জারির পথে হাঁটল মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরের সরকার। শনিবার ও রবিবার সেখানে জারি থাকবে ১৪৪ ধারা। শুধু তাই নয়, নিয়ম লঙ্ঘন করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধরায় শাস্তি দেওয়া হবে। কড়া পদক্ষেপ করা হবে অভিযুক্তের বিরুদ্ধে।
প্রসঙ্গত, শুক্রবার মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয় ৭ জন। এদের মধ্যে রয়েছে শিশুও। সব মিলিয়ে রাজ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জন।