মানসিক রোগের চিকিৎসা যেভাবে করা হয়

author-image
Harmeet
New Update
মানসিক রোগের চিকিৎসা যেভাবে করা হয়

নিজস্ব সংবাদদাতাঃ  মানসিক রোগ বা সিজোফ্রেনিয়াতে অনবরত হ্যালুসিনেশন হয় ব্রেইনের ডোপামিন নিউরোট্রান্সমিটার মাত্রাতিরিক্ত হওয়াতে। এজন্যে ডোপামিন রিসেপ্টর ব্লকার ঔষধ দেওয়া হয়। এতে অবিশ্বাস্য রকমভাবে হ্যালুসিনেশন বন্ধ হয়ে যায়। রোগীদের একা একা কথা বলা কমে আসে। এক সময় সে সাধারণ মানুষের মতই সুস্থ হয়ে উঠে।

বিষয়টি একজন সাইকিয়াট্রিস্টের চেম্বারে কিংবা একটি মানসিক রোগ হাসপাতালে গেলে অবাক বিস্ময়ে অবলোকন করা যাবে। যে রোগীটি এক মাস আগে অসংলগ্ন কথাবার্তা আর আচরণ নিয়ে আসছিলো, যাকে অনেকটা ধরে বেঁধে মেরে চেম্বারে আনা হয়েছিল, এক মাস পর সে কী সুন্দর সুস্থ! দিব্যি সবার সঙ্গে চলাফেরা করছে, গালগল্প করছে, কাজকর্ম করছে।