এটাই তার আসল চেহারা- মমতার ভিডিও সামনে এনে নিশানা
মাত্র ১০ ওভারেই পাঞ্জাবকে কুপকাত করল আরসিবি
কংগ্রেস সাংসদ শশী থারুর সম্পর্কে কি বললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাগিনী নায়ক?
আগামীকাল ৯ টি জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছুটি ঘোষনা- জেনে নিন, আপনার জেলাও কি ছুটির আওতায় রয়েছে
দেশের সাংসদদের জঙ্গিদের সাথে তুলনা! চরম জবাব দিতে হবে কংগ্রেস নেতাকে
চাঁদনী চকে আগুন
সরকারের ওপর কোনো ভরসা করে না, মোদির ভিডিওকে সামনে এনে ট্যুইট এ কি বললেন সুকান্ত?
তিনি ভারতের জন্য যারা জীবন দিয়েছেন তাদের রক্ত, সাহসিকতা এবং চেতনাকে উপহাস করেছেন- মমতার বক্তব্যের ভিডিও সামনে এনে শোরগোল
থানায় বিস্ফোরণ খুব একটা শোনা যায় না, ভাইপো মডেল এ সবই সম্ভব- বিস্ফোরক তরুণজ্যোতি

ডিলিউসন কী?

author-image
Harmeet
New Update
ডিলিউসন কী?

নিজস্ব সংবাদদাতাঃ ডিলিউসন হলো অলীক বিশ্বাস। এতে তারা অনেক সময় না বুঝে উলটোপালটা কথা বলেন, কাজকর্ম করে বসেন। পারসিকিউটরি ডিলিউসনের জন্যে ডিমেনসিয়া আক্রান্ত বয়স্করা অনেক সময় বিশ্বাস করেন এবং বলেন, তার সকল সম্পত্তি তারই ছেলেমেয়েরা আত্মসাৎ করতে চাইছে,  তাকে মেরে ফেলতে চাইছে।