নিজস্ব সংবাদদাতাঃ নিয়মিত চিন-বিরোধী খবর প্রকাশের জন্য আগেই তাঁকে জেলে পুরেছে হংকং প্রশাসন। এবার তিয়েনআনমেন হত্যাকাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হওয়ার ‘অপরাধেও’ দোষী সাব্যস্ত করা হল হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে। ৭৪ বছরের জিমির সঙ্গেই দোষী সাব্যস্ত হয়েছেন হংকংয়ের আরও দুই গণতন্ত্রকামী আন্দোলনকারী।