আজ আবেগঘন সমগ্র দেশ

author-image
Harmeet
New Update
আজ আবেগঘন সমগ্র দেশ

নিজস্ব সংবাদদাতাঃ আজ আবেগঘন সমগ্র দেশ। দিল্লিতে শেষ যাত্রার পথে সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত । 17 তোপধ্বনিতে জানানো হবে অন্তিম শ্রধ্যা। প্রয়াত বিপিন রাওয়াত এর শেষ যাত্রায় সামিল ৮০০ সেনা। পাশাপাশি এই শেষ যাত্রার বিদায় জানাতে উপস্থিত থাকলেন অগনিত সাধারণ মানুষ।