নিজস্ব সংবাদদাতা : বাঁশের মাচায় করে হাসপাতালে যাওয়ার দিন শেষ গর্ভবতী মহিলাদের। কষ্ট করে নয় বরং এবার থেকে পালকিতে করে হাসপাতালে যাবেন তারা। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথমবার চেনা ছবির বদল ঘটতে চলেছে বক্সা পাহাড়ে। সৌজন্যে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর ও ফ্যামিলি প্ল্যানিং অফ ইন্ডিয়া (এফপিএআই) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যাদের উদ্যোগে এবার থেকে গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে পালকি অ্যাম্বুলেন্স। পালকির মতোই দেখতে। অ্যালুমিনিয়াম পাত দিয়ে তৈরি এটি। সম্প্রতি এই পালকি অ্যাম্বুলেন্সের উদ্বোধন হল। কিছুদিন আগেই বক্সা পাহাড়ে কমিউনিটি হেলথ ইউনিট চালু করে কালচিনি ব্লক প্রশাসন। এবার শুরু হল পালকি অ্যাম্বুলেন্স পরিষেবা। পাহাড় থেকে সমতলে গর্ভবতী মহিলাদের যেভাবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হত তাতে বিপদের সম্ভাবনা থাকত। প্রাণহানির ঘটনাও ঘটতো। সেই দিক থেকে বিপদের ঝুঁকি অনেকটাই কম পালকি অ্যাম্বুলেন্সে।