হাবিবুর রহমান,ঢাকাঃ ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে প্রথম থেকেই অপপ্রচার শুরু করে। তারা শিক্ষার্থীদের আন্দোলনকে উস্কে দিতে বিভিন্ন সময়ে উস্কানিমূলক লিফলেট, ভিডিও ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার পেইজে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালিয়ে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকার কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন-আব্দুল্লাহ আল মাহমুদ, ওয়ায়েজ কুরুনী, তাওহীদুল ইসলাম, গাজী সাখাওয়াত ও হাবিবুর রহমান। তাদের কাছ থেকে ল্যাপটপ, দুই লাখ টাকা, পোর্টেবল হার্ডডিস্ক ও বিভিন্ন দেশবিরোধী, নাশকতা ও উস্কানীমূলক লিফলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উস্কানীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয় স্বীকার করেছেন।