নিজস্ব সংবাদদাতাঃ আগামী ফেব্রুয়ারি- মার্চ মাসে শিলিগুড়িতেও পুরভোট হওয়ার সম্ভাবনা। প্রশাসনিক বৈঠক থেকে এমন ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এই মুহূর্তে নির্বাচিত বোর্ড না থাকায় রাজ্যের সরকার মনোনীত শাসক দলের নেতারা প্রশাসক বোর্ড চালাচ্ছেন। কিন্তু, পুরভোটে কারা প্রার্থী হবেন তা নিয়ে এখন থেকেই জোর সরগরম। দলের কর্মীদের উদ্দেশ্যে তাই কড়া বার্তা দিলেন শিলিগুড়ির প্রশাসক মণ্ডলীর প্রধান গৌতম দেব। শুক্রবার গৌতম দেব বলেন, “আমাদের দল বড় দল। তাই টিকিট প্রত্যাশী বেশি। যাঁরা সক্রিয় রাজনীতি করেন তাঁদের এই দাবি থাকা যুক্তিযুক্ত। কিন্তু দল যাঁকে টিকিট দেবে তিনিই প্রার্থী হবেন। সেক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। মুখ্যমন্ত্রী নিজেও সেই বার্তা দিয়েছেন। সকলকে নিয়েই কাজ করতে হবে। মতবিরোধ থাকবেই। কিন্তু, দলকে যেন তাঁর জন্য ভুগতে না হয়।” বর্ষীয়ান নেতা আরও বলেন, “আমরা এখানে কখনও জিতিনি। তাই দলীয় কর্মীদের বলছি, জিততে হলে দলের শৃঙ্খলা ও নির্দেশ মানতে হবে। জোর জবরদস্তি করে নির্বাচন হয় না। সুষ্ঠুভাবে নির্বাচন হোক। শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডে মহিলা প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে ও নতুন মুখ সামনে আনা হবে।”