নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এরই মধ্যে ভয় বাড়াল দোহা থেকে কলকাতায় আসা এক তরুণী। শুক্রবার গভীর রাতে কাতার এয়ারওয়েজের বিমানটি কলকাতায় অবতরণ করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে আরটিপিসিআর করা হয় যাত্রীদের। এর পরই এক তরুণীর রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি ওই যাত্রীকে অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করে রাখা হয়। তারপরই অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে।একই সঙ্গে ওই তরুণীর জেনোম সিকোয়েন্সিং করার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। এ ছাড়াও ওই বিমানে আসা যাত্রীদের আরটিপিসিআর করানোর পর ছেড়ে দেওয়া হলেও হোম আইসোলেসন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই যাত্রীদের প্রত্যেকের দিকে নজর রাখবে স্বাস্থ্যদফতর।কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, দোহা থেকে কলকাতাগামী কাতার এয়ারওয়েজের যে বিমান রাত ২টো ৩০ নাগাদ কলকাতায় পৌঁছয় সে বিমানেরই যাত্রী ছিলেন ওই তরুণী। বিমানবন্দরে অবতরণের পর বাকি যাত্রীদের সঙ্গে তাঁরও করোনা পরীক্ষা করা হয়। দেখা যায় রিপোর্ট পজিটিভ। এরপরই সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।