আকাশের মুখ গোমড়া, আজও বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

author-image
Harmeet
New Update
আকাশের মুখ গোমড়া, আজও বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবারের পর আজও আকাশের মুখ ভার থাকবে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে ঠান্ডার ভাব বাড়লেও আদতে তাপমাত্রা বেড়েছে।  বিলম্ব দেখা দিয়েছে শীতের আগমনে। এই পরিস্থিতিতে আজও হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষে এই ভেজা ভাব কাটলে, শীতের আগমন সহজ হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ঘন কুয়াশায় যান চলাচল প্রভাবিত হচ্ছে, বিমানের ওঠানামায় দেরি হচ্ছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ৷  আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীত পড়ার জন্য নতুন সপ্তাহ অবধি অপেক্ষা করতে হবে৷ জাওয়াদ চলে যাওয়ার পরও বাতাসে তার জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট রয়েছে। সেই জলীয় বাষ্পের জেরেই এই বৃষ্টি। বৃহস্পতিবার দুপুরের পরে আচমকা মুখ ভার হয় কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের আকাশের। শুক্রবারও আকাশের মুখ আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের ঠেলায় সেই জলীয় বাষ্প বাংলা থেকে পূর্ব দিকে সরছে। এই আবহে দক্ষিণবঙ্গে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়বে।