মেয়েদের দলেও নেতা বদলের হাওয়া?

author-image
Harmeet
New Update
মেয়েদের দলেও নেতা বদলের হাওয়া?

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ভারতীয় পুরুষ দলে নেতা বদল হয়েছে। বিরাট কোহলিকে সরিয়ে সাদা বলের ক্রিকেটে নেতা করা হয়েছে রোহিত শর্মাকে। তা নিয়ে তুমুল আলোচনা চলছে ভারত তথা বিশ্ব ক্রিকেটে। ছেলেদের ক্রিকেটের মতো পরিবর্তনের হাওয়া কি ঢুকে পড়ল মেয়েদের ক্রিকেটেও? ওয়ান ডে বিশ্বকাপের পর অবসর নিতে পারেন মিতালি রাজ। এমনটাই বলা হচ্ছে তাঁকে নিয়ে। মিতালির জায়গায় ভারতীয় মহিলা দলকে নেতৃত্বে দেবেন কে? সেই প্রশ্নের উত্তরে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন শান্তা রঙ্গস্বামী মনে করেন মিতালির বদলে নতুন অধিনায়ক করা যেতে পারে স্মৃতি মন্ধানাকে। বর্তমানে টেস্ট ও একদিনের ম্যাচে ভারতের প্রমীলা ব্রিগেডকে নেতৃত্ব দেন মিতালি। হরমনপ্রীত কৌর টি-২০ দলের নেতৃত্বে। শান্তার মতে হরমন ধারাবাহিক নন, তাই স্মৃতিকেই বাছা হোক দেশের নতুন টেস্ট ও একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন।