নিজস্ব সংবাদদাতাঃ বুস্টার ডোজ় নিয়েও মিলল না অতিরিক্ত সুরক্ষা, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন সিঙ্গাপুরের দুই বাসিন্দা। বছর ২৪-র এক যুবতীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠালে জানা যায়, তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে এটিই প্রথম ওমিক্রনের সংক্রমণ। এছাড়া, গত ৬ ডিসেম্বর জার্মানি থেকে ফেরত আসা এক ব্যক্তিও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ওই দু’জনই করোনা টিকার পাশাপাশি বুস্টার ডোজ়ও নিয়েছিলেন। তারপরও ওমিক্রন সংক্রমণ থেকে তাঁরা রক্ষা পাননি।