নিজস্ব সংবাদদাতা : শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চির বিদায় জানানো হবে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতকে। দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন হবে রাওয়াত দম্পতির।
এদিন সকাল ১১ টা থেকে প্রয়াত সিডিএসের মরদেহ শায়িত থাকবে ৩ নং কামরাজ মার্গে তাঁর বাসভবনে। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানাতে পারবে সাধারণ মানুষ। এরপর দুপুর ২ টোয় শ্রদ্ধা জানাবেন সেনাকর্মী ও আধিকারিকরা। এরপরই শুরু হবে শেষ যাত্রা।