এবার থেকে বিশেষ নজরদারি মেট্রোয়

author-image
Harmeet
New Update
এবার থেকে বিশেষ নজরদারি মেট্রোয়

নিজস্ব সংবাদদাতাঃ করোনা সচেতনতায় জোর কলকাতা মেট্রো রেলের। মাস্ক ছাড়া ওঠা যাবে না কলকাতা মেট্রোতে। প্রায় চার লক্ষের কাছাকাছি যাত্রী হচ্ছে মেট্রোতে। সেই কারণে নজরদারিতে জোর। নজরদারি চালাবে আরপিএফ। এদিকে, স্মার্ট কার্ড এবং টোকেনের পর এবার স্মার্ট ফোন স্ক্যানার ব্যবহার করে মেট্রোতে সফর করতে পারবেন যাত্রীরা। শুক্রবার ছিল এই প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এবং অন্যান্য মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এই চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশ নেন। কলকাতা মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানিয়েছেন, “সাধারণ যাত্রীদের জন্য খুব শীঘ্রই এই পরিষেবা শুরু করে দেওয়া হবে। প্রাথমিক পর্বে এই পরিষেবা চালু হবে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে। পরবর্তী সময়ে নর্থ সাউথ মেট্রো রেলের জন্যও এই পরিষেবা চালু করা হবে।”