নিজস্ব সংবাদদাতাঃ একটি বাড়ির পিছন থেকে উদ্ধার রক্তাক্ত মহিলা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বাগুইআটি বারুইপাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় বছর বত্রিশের ওই মহিলা হাসপাতালে ভর্তি। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ আচমকাই গোঙানির শব্দ শুনতে পান। শব্দের উত্স খুঁজতে গিয়ে তাঁরা ওই বাড়ির পিছনে জঙ্গলে যান। সেখানেই শ্রীমতিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, কার্তিক ঘোষের বাড়িতে এক সপ্তাহ আগে ভাড়া এসেছিলেন অমিত মজুমদার এবং ওই আক্রান্ত মহিলা শ্রীমতি মণ্ডল। স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তাঁরা থাকতেন। বছর ষোলোর এক ছেলেও থাকে তাঁদের সঙ্গে। সে শ্রীমতির ছেলে বলে জানা গিয়েছে। অমিতকে আপাতত পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ছুরি। ওই ছুরি দিয়েই শ্রীমতির ওপর হামলা হয়েছিল বলে মনে করছে পুলিশ।