নিজস্ব সংবাদদাতাঃ নাগ তিব্বা ট্রেক: উত্তরাখণ্ডের গাড়োয়ালের কোলে ট্রেক করতে চাইলে বেছে নিন এই রুটকে। ৯৯১৫ ফুট উচ্চতায় অবস্থিত নাগ তিব্বা।
চোপতা-তুঙ্গনাথ-চন্দ্রশিলা: এই রুটে ট্রেক করতে গেলে আপনি নন্দাদেবী, ত্রিশূল ও চৌখাম্বা ও কেদারের দৃশ্য দেখতে পাবেন। এই ট্রেকিং রুটের উচ্চতা ১৩,১২৩ ফুট।
দয়রা-বুগিয়াল: উত্তরাখণ্ডের আরেকটি জনপ্রিয় ট্রেকিং রুট হল দয়রা বুগিয়াল। এই ট্রেকিং রুটের উচ্চতা হল ১২৩০৩ ফুট।
কুয়ারি পাস: ১৩৯৯০ ফুট উচ্চতায় অবস্থিত কুয়ারি পাস। এই ট্রেকিং রুটেও আপনাকে হাঁটতে হবে বরফের মধ্য দিয়ে।
হার-কি-দুন: পাইন বনের মধ্যে দিয়ে বরফের ওপর ট্রেক করতে চাইলে বেছে নিন এই রুটটিকে। এই রুটে আপনাকে ৩ হাজার বছর পুরনো গ্রামের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে।