নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছর স্বাভাবিক হচ্ছে না আন্তর্জাতিক উড়ান পরিষেবা। আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে এই বিমান চলাচল। বৃহস্পতিবার এ প্রসঙ্গে নয়া নির্দেশিকা জারি করে জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ান চালু হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত তা হচ্ছে না বলেই খবর। বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্ক। ভারতেও ঢুকে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে, ওমিক্রনের হাত ধরেই দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পিছিয়ে দেওয়া হল আন্তর্জাতিক উড়ান চালুর দিনক্ষণ। তবে পণ্যবাহী বিমান চলাচলে কোনও বাধা নেই।