কপ্টারের চালক পৃথ্বীই ছিলেন বায়ুসেনার অন্যতম সেরা!

author-image
Harmeet
New Update
কপ্টারের চালক পৃথ্বীই ছিলেন বায়ুসেনার অন্যতম সেরা!


নিজস্ব সংবাদদাতাঃ বিপিন রাওয়তের দুর্ঘটনাগ্রস্ত কপ্টারের চালক ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। আগরার বাসিন্দা পৃথ্বী ভারতীয় বায়ুসেনাবাহিনীতে যোগ দেন ২০০০ সালে। উইং কমান্ডার হিসেবে তাঁর পদোন্নতি হয় ২০১৫ সালে। পৃথ্বী ছিলেন ভারতীয় বায়ুসেনার অন্যতম যুদ্ধবিমান চালকদের মধ্যে একজন। এ ব্যাপারে বহু বার পৃথ্বীর প্রশংসা করেছেন তাঁর ঊর্ধ্বতন সেনাকর্তারা। পরিবারের আদরের সন্তান পৃথ্বী। পৃথ্বীকে বাড়ির কেউ কারও সঙ্গে চেঁচিয়ে কথা বলতে শোনেননি কখনও। তবে যুদ্ধক্ষেত্রে এই পৃথ্বীই ছিলেন আগ্রাসী। সাহসী যোদ্ধা। বুধবারের কপ্টার দুর্ঘটনায় রাওয়ত-সহ সেনাবাহিনীর ১২ জনের সঙ্গে মৃত্যু হয়েছে পৃথ্বীরও।