নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের নির্দেশ দেন যে, বিরোধীদের ভোট দিতে যাওয়া থেকে প্রতিহত করা যাবে না। দলের উপর মহলের এই নির্দেশকে সঠিক রূপ প্রদান করার লক্ষ্যে বদ্ধপরিকর বেহালার অন্যতম শক্তিশালী তৃণমূল নেতা তারক সিং। টিএমসি নেতারা তাঁদের আনুগত্য প্রমাণ করার জন্য নিজেদের মধ্যে লড়াই করছেন। দলের উপর মহলের নির্দেশকে মাথায় রেখে ভোটারদের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এলাকায় হোর্ডিং এবং ব্যানার লাগান তিনি। এমনকি স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের টেলিফোন নম্বরও দিয়েছেন তিনি। তারক সং বলেন, "আমি সব সময় রাজনৈতিক স্বচ্ছতায় বিশ্বাসী। দলের একজন অনুগত সৈনিক হিসাবে আমি শুধু আমাদের নেতাদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছি"।