নিজস্ব সংবাদদাতাঃ গ্রুপ ডি মামলায় বিভ্রান্তি ক্রমশ বেড়ে চলেছে। যে ২৫ জনের নিয়োগের ক্ষেত্রে প্রথম অনিয়মের অভিযোগ সামনে আসে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের ঠিকানায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠল এবার। সেই মামলায় রাজ্য ডাক বিভাগের অধিকর্তাকে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আজ, বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছেন। সেই ২৫ জনের মধ্যে কয়েক জনের বাড়ির ঠিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ২৫ জনকে আদালত এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিল। তাঁদের মধ্যে ১২ জনের ঠিকানায় চিঠি পাঠানো হলেও, ১১ জনকে চিঠি পাঠানো সম্ভব হয়নি। তাঁদের ঠিকানায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ।