নিজস্ব সংবাদদাতাঃ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। রাওয়াতের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। জন্মসূত্রে উত্তরাখণ্ডের পাউরি জেলার সাইনা গ্রামের বাসিন্দা বিপিন রাওয়াত। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, রাজ্যের এই বীর সন্তানের জন্য উত্তরাখণ্ড সবসময় গর্বিত। উত্তরখণ্ডে ৯ থেকে ১২ সেপ্টেম্বর অবধি ঘোষণা রাষ্ট্রীয় শোক।