নিজস্ব সংবাদদাতাঃ দেহের প্রায় ৪৫ শতাংশই অগ্নিদ্বগ্ধ হয়েছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। সকালেই ওয়েলিংটনের সেনা হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক, তবে বর্তমানে তিনি স্থিতিশীলই রয়েছেন। বর্তমানে তিনি ওয়েলিংটনের হাসপাতালে ভর্তি থাকলেও, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হতে পারে। সেই মতোই আজ তাঁকে ওয়েলিংটন থেকে ব্যাঙ্গালোরের কম্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হবে।