প্রথম জার্মান মন্ত্রিসভায় আট নারী আট পুরুষ

author-image
Harmeet
New Update
প্রথম জার্মান মন্ত্রিসভায় আট নারী আট পুরুষ

নিজস্ব সংবাদদাতাঃ আটজন নারী মন্ত্রী। বিপরীতে আটজন পুরুষ। একেবারের সমান সমান বা অর্ধেক অর্ধেক। প্রথমবারের মতো লিঙ্গ-সমতাভিত্তিক মন্ত্রিসভা পেল জার্মানি। ইউরোপের বৃহত্তম গণতন্ত্রের দেশটিতে এর আগে কখনো এমনটা দেখা যায়নি। পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসেও এ ঘটনা বিরল। সদ্য সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মন্ত্রিসভায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ছিল। ১০ জন নারীর বিপরীতে পুরুষ মন্ত্রী ছিলেন মাত্র ছয়জন।