১৩১ নম্বর ওয়ার্ডে কাঠগড়ায় বামপন্থীরা

author-image
Harmeet
New Update
১৩১ নম্বর ওয়ার্ডে কাঠগড়ায় বামপন্থীরা

নিজস্ব সংবাদদাতাঃ রত্না চট্টোপাধ্যায়ের এলাকা, ১৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির বামপন্থীদের দিকেই। বৃহস্পতিবার সকালে বেহালা ১৩১ নম্বর ওয়ার্ডের পল্লিশ্রী পল্লিতে উত্তেজনা ছড়ায়। সকালে তৃণমূল কর্মীরা তাঁদের দলীয় পতাকা রাস্তায় ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। অভিযোগ, তাঁর মধ্যে বেশ কিছু পতাকা পুড়িয়েও দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের হোর্ডিং ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। রত্না চট্টোপাধ্যায় বলেন, “আমরা একটা শান্তিপূর্ণ ভোট করছি। এখানে বিজেপি, সিপিএম কিংবা তৃণমূল যাই-ই বলুন, কেউ আমরা কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছি না। একে অপরের দলের স্ট্যান্ড পয়েন্ট তুলে ধরছি। দলের সংস্কৃতিতে এটা আসা উচিত নয়। মানুষ ভোট দেবেন। দলের পতাকা পুড়িয়ে তো আর ভোট পাওয়া যাবে না। আমাদের এখানে ক্ষমতা বেশি কিন্তু আমরা তো এখানে এমনটা করছি না। বামপন্থীরা এই কাজটা করেছেন। আমি অনুরোধ করব বামপন্থী প্রার্থীকে, তাঁর দলের কর্মীরা যেন এই কাজ না করেন। আমি কমিশনে এখনও জানাইনি। তবে থানায় একটা ডায়েরি করব।”