নিজস্ব সংবাদদাতাঃ হামাসকে আটকাতে গাজা সীমানায় ৬৫ কিলোমিটারের লোহার দেওয়াল তৈরির কাজ শেষ করেছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, শুধু মাটির উপর নয়, মাটির নীচেও তৈরি হয়েছে দেওয়াল। সঙ্গে লাগানো হয়েছে সেন্সর। দেওয়ালের ধারে তৈরি হয়েছে কন্ট্রোলরুম। এর ফলে সুড়ঙ্গ ব্যবহার করেও হামাস ইসরাইলে প্রবেশ করতে পারবে না।