নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে খোঁজ মিলল দুর্ঘটনাগ্রস্ত এম-১৭ ভি৫ হেলিকপ্টারের ব্ল্যাক বক্সের। জানা গিয়েছে, সাধারণত কালো রঙের হলেও, এই হেলিকপ্টারের ব্ল্যাক বক্সের রঙ কমলা। বিশেষজ্ঞরাই এই রঙ পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন।দুর্ঘটনার তদন্তে ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই ব্ল্যাক বক্সেই ককপিটের রেকর্ডিং থাকায়, কপ্টারের ভিতরে পাইলট ও যাত্রীদের যাবতীয় কথাবার্তাও রেকর্ড থাকায়, দুর্ঘটনার আসল কারণ জানতে সুবিধা হয়। সেনা বাহিনীর তরফে গতকালই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ব্ল্যাক বক্সের রেকর্ডিং যাচাই করলেই জানা যাবে, গতকাল যান্ত্রিক গোলযোগ নাকি প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ আবহাওয়া, কিংবা অন্তর্ঘাতের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা জানা যাবে।প্রাথমিক অনুমান কোনও যান্ত্রিক ত্রুটি ঘটেনি হেলিকপ্টারে।প্রতিরক্ষা প্রধানকে নিয়ে উড়ান শুরুর আগেই হেলিকপ্টারটি তিনবার পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, হেলিকপ্টারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। ফলে খারাপ আবহাওয়া বা দৃশ্যমানতা কম থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।