M17-v5 হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল কীভাবে?

author-image
Harmeet
New Update
M17-v5 হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল কীভাবে?

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় বায়ুসেনার সবচাইতে নির্ভরযোগ্য ও নবীনতম M17-v5 হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল কীভাবে? ৬ হাজার মিটার উচ্চতাই হোক বা গভীর রাতে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য এলিট বাহিনীকে সীমান্তের কাছাকাছি পৌঁছে দেওয়া, সমস্ত রকম প্রতিকূলতা সত্বেও উড়তে সক্ষম বায়ুসেনার এই বিশেষ হেলিকপ্টার। দেশের VVIP-রা যাতায়াত করতেন এই কপ্টারে। তাই বিভিন্ন মহলে প্রশ্ন, কীভাবে ঘটে গেল এই দুর্ঘটনা? খারাপ আবহাওয়াই কি দুর্ঘটনার কারণ? না কি কপ্টারে টেকনিক্যাল কিংবা মেকানিক্যাল ত্রুটি দেখা গিয়েছিল? কোনও কিছুর সঙ্গে কি ধাক্কা খেয়েছিল কপ্টার? দুর্ঘটনার সময় কত উচ্চতায় ছিল হেলিকপ্টারটি? এটা দুর্ঘটনা না কি নাশকতারও আশঙ্কা রয়েছে? অত্যাধুনিক এই হেলিকপ্টার ভেঙে পড়ার প্রকৃত কারণ কি আদৌ কোনওদিন বেরিয়ে আসবে?এই দুর্ঘটনা কেন ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্যুইটারে জানানো হয়েছে, এই দুর্ঘটনা কেন ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখন সেই তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে।